ভিশন 2021
2021 সালের মধ্যে দিনাজপুর অঞ্চলে নন-ইউরিয়া সার সরবরাহ/বিতরণ দ্বিগুন করার পরিকল্পনা রয়েছ।আমদানীকৃত নন-ইউরিয়া সার সুলভ মূল্যে কৃষকের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে দিনাজপুর অঞ্চলে 2 টি বিক্রয় কেন্দ্র এবং 7 টি সরবরাহ কেন্দ্রের মাধ্যমে বিএডিসি’র নিবন্ধিত সার ডিলারের পাশাপাশি বিসিআইসি’র ডিলারের মাধ্যমে নন-ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছে।কৃষকদেরকে ওয়ান স্টপ সেবা প্রদানের উদ্দেশ্যে বিএডিসি’র নন-ইউরিয়া সারের পাশাপাশি ইউরিয়া সার আমদানীর কার্য ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও নন-ইউরিয়া সারের বাফার স্টোক গড়ে তোলা/মজুদ বৃদ্ধি করার জন্য গুদাম/অবকাঠামো নির্মানের পরিকল্পনা রয়েছে।
গুদাম/অবকাঠামো নির্মাণ পরিকল্পনা
জেলার নাম | প্রস্তাবিত উপজেলা | গুদারমর ধরণ | গুদামের ধারণ ক্ষমতা(মে.টন) |
দিনাজপুর | বিরামপুর(পূর্ব জগন্নাতপুর) | স্টিল ফেব্রিকেটেড | 8000.00 |
দিনাজপুর | পার্বতীপুর(আরাজী জগন্নাতপুর) | স্টিল ফেব্রিকেটেড | 4000.00 |
দিনাজপুর | সদর(নশিপুর) | স্টিল ফেব্রিকেটেড | 2000.00 |
পঞ্চগড় | সদর(ধাক্কামারা) | স্টিল ফেব্রিকেটেড | 4000.00 |
মোট | 18000.00 |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS