Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভবিষ্যৎ পরিকল্পনা

ভিশন 2021

2021 সালের মধ্যে দিনাজপুর অঞ্চলে নন-ইউরিয়া সার সরবরাহ/বিতরণ দ্বিগুন করার পরিকল্পনা রয়েছ।আমদানীকৃত নন-ইউরিয়া সার সুলভ মূল্যে কৃষকের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে দিনাজপুর অঞ্চলে 2 টি বিক্রয় কেন্দ্র এবং 7 টি সরবরাহ কেন্দ্রের মাধ্যমে বিএডিসি’র নিবন্ধিত সার ডিলারের পাশাপাশি বিসিআইসি’র ডিলারের মাধ্যমে নন-ইউরিয়া সার সরবরাহ করা হচ্ছে।কৃষকদেরকে ওয়ান স্টপ সেবা প্রদানের উদ্দেশ্যে বিএডিসি’র নন-ইউরিয়া সারের পাশাপাশি ইউরিয়া সার আমদানীর কার্য ক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়াও নন-ইউরিয়া সারের বাফার স্টোক গড়ে তোলা/মজুদ বৃদ্ধি করার জন্য গুদাম/অবকাঠামো নির্মানের পরিকল্পনা রয়েছে।

গুদাম/অবকাঠামো নির্মাণ পরিকল্পনা

জেলার নাম প্রস্তাবিত উপজেলা গুদারমর ধরণ গুদামের ধারণ ক্ষমতা(মে.টন)
দিনাজপুর বিরামপুর(পূর্ব জগন্নাতপুর)  স্টিল ফেব্রিকেটেড 8000.00
দিনাজপুর পার্বতীপুর(আরাজী জগন্নাতপুর) স্টিল ফেব্রিকেটেড 4000.00
দিনাজপুর সদর(নশিপুর) স্টিল ফেব্রিকেটেড 2000.00
পঞ্চগড় সদর(ধাক্কামারা) স্টিল ফেব্রিকেটেড 4000.00
মোট     18000.00