Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বিএডিসি’র সার ব্যবস্থাপনার সংক্ষিপ্ত ইতিহাস

1961 সালে বিএডিসি 32 হাজার মে. টন সার আমদানীর ও বিতরণের  মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করে। 1979-80 সালে এর পরিমান দাঁড়ায় 17 লক্ষ মে.টন এবং 1989-90 সালে্ এর পরিমান দাঁড়ায় 22 লক্ষ মে. টন। বিএডিসি এ সময় একমাত্র প্রতিষ্ঠান হিসাবে ইউরিয়া এবং নন-ইউরিয়া সার আমদানী এবং বিতরণের দায়িত্ব পালন করে। পরবর্তীতে 1990 সালে সরকারী সিদ্ধান্তের আলোকে 1992 সাল হতে সার ব্যবস্থাপনা কার্যক্রম বেসরকারী খাতে ন্যস্ত করা হয়। বেসরকারী খাতে নন-ইউরিয়া সার আমদানী ও বিতরণের অব্যবস্থাপনার কারণে 2006-07 সাল হতে পুনরায় বিএডিসিকে বেসরকারী খাতের পাশাপাশি নন-ইউরিয়া সার আমদানী ও বিতরণের দায়িত্ব প্রদান করা হয়। বিএডিসি সরকারী সিদ্ধান্তের প্রেক্ষিতে আন্তঃরাষ্টীয় চুক্তির ভিত্তিতে নন-ইউরিয়া সার ( টিএসপি, এমওপি এবং ডিএপি) আমদানী করে। মরক্কো ও তিউনিশিয়া হতে টিএসপি সার, মরক্কো ও সৌদি আরব থেকে ডিএপি সার এবং বেলারুশ, রাশিয়া ও কানাডা হতে এমওপি সার আমদানী করে থাকে। এছাড়াও আন্তঃরাষ্টীয় চুক্তির আওতায় ইউরিয়া সার আমদানী চুক্তি সম্পাদনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।